বগুড়ার সোনাতলা উপজেলায় ৫টি মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষামন্ত্রণালয় ও রাজশাহী শিক্ষাবোর্ড উচ্চ মাধ্যমিক শ্রেণীতে উন্নীত করেছে। ২০১৫-১৬ শিক্ষা বর্ষ থেকেই ওই প্রতিষ্ঠানগুলোতে একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তির অনুমতি দিয়েছে। এতে করে গ্রামগঞ্জের খেটে খাওয়া অভাবী ও অসহায় পরিবারের সন্তানেরা বাড়ি থেকে পানি পান্তা খেয়ে এসে উচ্চ শিক্ষার সুযোগ পাবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে ওই উপজেলার বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বগুড়া জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে সোনাতলা উপজেলার অবস্থান।ওই উপজেলায় প্রায় ২ লাখ মানুষের বসবাস। যমুনা ও বাঙালী নদী বেষ্টিত ওই উপজেলার বেশিরভাগ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। প্রতিনিয়ত প্রকৃতির সাথে লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হয় তাদের। তাই বেশিরভাগ পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে জেলা সদরে গিয়ে লেখাপড়া করার সামথ্য না থাকায় কোন রকমে মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর অনেক পরিবারের সন্তানদেরকে শিক্ষা জীবন থেকে ঝড়ে পড়তে হয়। আবার কেউ কেউ গার্মেন্টস কিংবা আনসার ভিডিপি সহ নি¤œ বেতনের চাকুরীতে জড়িয়ে পরে। স্বাধীনতা পরবর্তী ওই উপজেলায় সোনাতলা সরকারী নাজির আকতার কলেজ, ভেলুরপাড়া ড. এনামুল হক কলেজ, বালুয়াহাট ডিগ্রী কলেজ, সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ, বয়ড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, হরিখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, সোনাতলা জালাল উদ্দিন মেমোরিয়াল টেকনিক্যাল বিএম কলেজ, বালুয়াহাট আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ প্রতিষ্ঠিত হয়। এরপর দিনে দিনে ওই উপজেলায় লোকসংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্কুল গুলো কলেজ রুপে প্রতিষ্ঠার দাবি তোলেন এলাকাবাসী। ছাত্রছাত্রীর তুলনায় কলেজ এলাকার দূরত্বের কথা এবং শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি চিন্তা করে সংশ্লিষ্ট মাধ্যমিক বিদ্যালয় গুলোকে কলেজ রুপে প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান। তার ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা সোনাতলা মডেল স্কুল, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়, কর্পূর দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, মহেশ পাড়া আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়কে শিক্ষা মন্ত্রণালয় ও রাজশাহী শিক্ষা বোর্ড মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদানের প্রাথমিক অনুমতি প্রদান করেন।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান জানান, সোনাতলা সারিয়াকান্দি উপজেলা দুটিকে যমুনা ও বাঙালী নদী ঘিরে ফেলেছে। প্রতিনিয়ত ওই উপজেলা গুলোর লোকজনদেরকে প্রকৃতির সাথে লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হয়। তাই সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার কোন বিকল্প নেই। এলাকাবাসীদের ভবিষ্যত ভেবেই প্রতিষ্ঠানগুলোকে কলেজ রুপে পরিনত করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস